নিজস্ব প্রতিবেদক
মে ৬, ২০২৫, ১২:২৫ এএম
নিজস্ব প্রতিবেদক
মে ৬, ২০২৫, ১২:২৫ এএম
রাজধানীর বেইলি রোডের দশতলা ভবনে লাগা আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটি থেকে ১৮ জনকে উদ্ধার করেছে।
সোমবার সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিংমলে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এক ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে ৭টা ৪৭ মিনিটে আগুণ নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিংমলের দশতলা ভবনের নিচতলায় আগুনের খবর পেয়ে শুরুতে তিনটি ইউনিট কাজ করেছে। পরে আরও সাতটি ইউনিট আগুণ নেভাতে কাজে যোগ দেয়।
তবে সড়কে যানজটের কারণে ইউনিটগুলো পৌঁছাতে সমস্যায় পড়েছে বলে জানান তিনি।
ইএইচ