আমার সংবাদ ডেস্ক
মে ৯, ২০২৫, ১২:২৪ এএম
আমার সংবাদ ডেস্ক
মে ৯, ২০২৫, ১২:২৪ এএম
আবদুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার সন্ধ্যায় সৈয়দপুর বিমানবন্দর সড়কে বিক্ষোভরত ছাত্র-জনতার কাছে এ কথা বলেন তিনি।
দিনাজপুরের বিরল থেকে ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দর সড়কে অন্তর্বর্তী সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর গাড়িবহর আটকে বিক্ষোভ করেন ক্ষুব্ধ ছাত্রজনতা।
ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
এ সময় সাবেক রাষ্ট্রপতি কীভাবে দেশ ছেড়ে পালিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে আমিও মর্মাহত। এ ঘটনা তার অগোচরে ঘটেছে। এটার সঙ্গে যারা জড়িত, ইতিমধ্যে তাদের অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া একটি হাই পাওয়ার কমিটি করে দেয়া হয়েছে। আবদুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হবে।’
ইএইচ