ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
জুলাই ১, ২০২৫, ০৩:২১ পিএম
পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ রঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত তিনটার দিকে পৌরসভার পাটুলীপাড়া এলাকার নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।
রঞ্জু পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মকবুল হোসেনের শ্যালক। পারিবারিক ও রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে তিনি এলাকায় দীর্ঘদিন ধরেই দাপটের সঙ্গে চলতেন বলে স্থানীয়দের অভিযোগ।
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আরজুমা আক্তার বলেন, ভাঙ্গুড়ার অষ্টমনিষা ইউনিয়নের বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় গোলাম হাফিজ রঞ্জুকে আটক দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ (মঙ্গলবার) তাঁকে আদালতে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাম হাফিজ রঞ্জুর বিরুদ্ধে পরিবহন খাতে চাঁদাবাজি, মাদক কারবারে সংশ্লিষ্টতা এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। তাঁর বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ থাকলেও এতদিন কোন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয়দের অনেকে বলছেন, এলাকায় রঞ্জু সাহেব সবসময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে চলতেন। তাঁকে নিয়ে কথা বলার সাহস পেত না কেউ।
এই গ্রেপ্তারের মাধ্যমে দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর মনে থাকা একাধিক অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিআরইউ