আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
জুলাই ১, ২০২৫, ০৪:০৪ পিএম
ময়মনসিংহ শহরের গুলকিবাড়ি এলাকায় ডিভোর্সি স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর এক প্রবাসী স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ জুলাই) ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ রওশন আক্তার (৪২) নেত্রকোনার রাজুর বাজার এলাকার বাসিন্দা। ঘাতক রাকিবুল করিম রাকিব (৫০) নগরীর সানকিপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, বোরকা পরে কাজের মেয়ে সেজে রাকিব ভোরে রওশন আক্তারের ভাড়া বাসায় ঢুকে। এ সময় নিজের কলেজপড়ুয়া মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে রওশন আক্তারকে ছুরিকাঘাত করে হত্যা করে রাকিব। পরে তিনি নিজেই আত্মহত্যা করেন।
নিহত রওশন আক্তারের দুটি মেয়ে রয়েছে। বড় মেয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছোট মেয়ে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে পড়াশোনা করছে। ডিভোর্সের পর রওশন দুই মেয়েকে নিয়ে গুলকিবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, রাকিব দীর্ঘদিন দুবাইয়ে প্রবাসে ছিলেন। দেশে ফিরে তিনি এই হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনা ঘটান।
বিআরইউ