ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫
Amar Sangbad
ডিএনসিসি প্রশাসক

অভিযানে ভাঙা রিকশার ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৪, ২০২৫, ১১:৩৩ এএম

অভিযানে ভাঙা রিকশার ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) যৌথ অভিযানে প্রধান সড়কে চলাচলের সময় তিনটি রিকশা ভেঙে ফেলা হয়। রিকশা ভেঙে দেওয়া এবং চালকদের কান্নার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে অনেকেই বিষয়টির সমালোচনা করেন। এরই প্রেক্ষিতে ভুক্তভোগী সেই রিকশার মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি। 

গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি বলেন, আজকে যে তিনজনের রিকশা ভাঙা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।

তিনি আরো জানান, প্রধান সড়কে যাতে না আসেন তাই রিকশাগুলো ভাঙা হয়েছিল। এই পরিবারগুলোকে আয়ের বিকল্প ব্যবস্থা করার  উদ্যোগ নিয়েছে ডিএনসিসি। 

এর আগে মঙ্গলবার রাজধানীর আসাদগেট এলাকায় ডিএমপি ও ডিএনসিসি যৌথভাবে ব্যাটারিচালিত অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।

এ সময় প্রধান সড়ক থেকে ৩০টির মতো ব্যাটারিচালিত অটোরিকশা আটক করা হয়। সেখানে ৩টি রিকশা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় চালকদের কান্নার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

অভিযানে অংশ নিয়ে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।

ডেসকোর সহায়তায় এসব রিকশার চার্জিং পয়েন্ট ও উৎপাদনের ওয়ার্কশপগুলো বন্ধ করা হবে।

তিনি জানান, ঢাকার মূলসড়কে কোনো রিকশা চলাচল করতে পারবে না। রিকশা চলাচল করবে অভ্যন্তরের সড়কে। বুয়েটের সহায়তায় একটি নিরাপদ রিকশার নকশা করা হয়েছে। সেই রিকশা প্রস্তুত করতে কয়েকটি কোম্পানিকে অনুমোদন দেওয়া হয়েছে।

এসব রিকশা নির্দিষ্ট এলাকায় চালানোর জন্য অনুমতি দেওয়া হবে। একজন ব্যক্তি একটি রিকশার নিবন্ধন নিতে পারবেন। 

বিআরইউ

Link copied!