Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

গুরুদাসপুরে গো-খাদ্যে খাজনা দাবির প্রতিবাদে মানববন্ধন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

মে ২৪, ২০২২, ০৪:২৭ পিএম


গুরুদাসপুরে গো-খাদ্যে খাজনা দাবির প্রতিবাদে মানববন্ধন

নাটোরের গুরুদাসপুরের বানিজ্যনগরী চাঁচকৈড় বাজারের গুড়া মিলের (গো-খাদ্য) খাজনা দাবির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৪ মে) বেলা ১২টায় চাঁচকৈড় বাজারে ওই মানববন্ধন করেন-মিলের কর্মরত লেবার শ্রমিকরা।

মানববন্ধনে তারা বলেন, নিয়মবহির্ভূত ভাবে গুড়া মিলের গো-খাদ্য এর উপর খাজনা দাবী করেন হাট ইজারা মালিক সমিতির লোকজন। যার কারনে গুড়া মিল মালিকরা সকল কার্যক্রম বন্ধের ঘোষনা দেয়। 

মিল বন্ধ হলে কর্মরত সকল লেবার শ্রমিকের উপার্জন বন্ধ হয়ে যাবে। এতে পথে বসতে হবে তাদের। এই মিলের ওপর নির্ভর করেই চলে সকলের সংসার। তাই দ্রুত খাজনা আদায় বন্ধের জন্য প্রশাসনের কাছে জোড় দাবি জানান তারা।

এবিষয়ে চাঁচকৈড় গুড়া মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হাবিব মধু বলেন, সরকার গো-খাদ্যের উপর কর মওকুফ করে দিয়েছেন। তবু হঠাৎ করে খাজনা দাবি করেন ইজারাদাররা। 

তাই খাজনা দিতে না চাইলে মালামাল সরবরাহ করতে দিবে না বলে জানায় ও মালামাল সরবরাহের ট্রাকগাড়ী আটকে দেয় তারা। এতে গাড়িতে থাকা তার প্রায় ৫ লাখ টাকার গো-খাদ্য বৃষ্টিতে ভিজে নষ্ট হয়। তাই দ্রুত এসব বিষয়ের প্রতিকারের দাবী জানান তিনি। 

হাট ইজারাদার আনিসুর রহমান মোল্লা জানান, সিডিউল অনুযায়ী খাজনা আদায়ের নিয়ম রয়েছে। তাই খাজনা চাওয়া হয়েছে। খাজনার চার্টও টাঙিয়ে দেওয়া আছে। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী গায়ের জোরে খাজনা দিতে অস্বীকার করেন। 

Link copied!