Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

কুষ্টিয়ায় সততা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রতিনিধি

জুন ১৬, ২০২২, ০৬:৩২ পিএম


কুষ্টিয়ায় সততা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

দালালের মাধ্যমে রোগী আনা, পরীক্ষা-নিরীক্ষা না করে রিপোর্ট প্রদান এবং লাইসেন্স নবায়ন না করায় কুষ্টিয়ার সততা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। 

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শহরের সার্কিট হাইজের সামনে অবস্থিত সততা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটির সিলগালা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শারমিন নেয়াজ ও ঈশিতা আক্তার।

কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল ইসলাম জানান, লাইসেন্সের মেয়াদ উর্ত্তীন্ন, পরীক্ষা ছাড়া রিপোর্ট প্রদানসহ বেশকিছু অভিযোগের ভিত্তিতে সততা ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শনে যান তারা। 

সেখানে গিয়ে রিপোর্ট তৈরীর জন্য কোন প্যাথলজিক্যাল ব্যবস্থা সেখানে দেখতে পাননি তারা। প্রতিষ্ঠানের পক্ষে এ বিষয়গুলো স্বীকার করায় এটি সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান সিভিল সার্জন।

আমারসংবাদ/এআই 

Link copied!