Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন

তালতলী (বরগুনা) প্রতিনিধি

তালতলী (বরগুনা) প্রতিনিধি

আগস্ট ৬, ২০২২, ০৬:৪৭ পিএম


বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন

বরগুনার তালতলীতে পুকুরে বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় ৫ লক্ষ টাকার মাছ নিধন করেছে প্রতিপক্ষের লোকজন।

শুক্রবার (৫ আগস্ট) গভীর রাতে উপজেলার সোনাকাটা ইউনিয়নের লালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। শনিবার সাংবাদিক দের কাছে এমন অভিযোগ করেছেন

মাছচাষী মোঃ আজিজুর রহমান গাজী তিনি আরও বলেন, ৬৬ শতাংশ জায়গার উপর পুকুর খনন করে কয়েক বছর ধরে মাছ চাষ করছি। দিনরাত খেয়ে না খেয়ে এ মাছের পুকুরে সময় দিয়ে দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। মাছ চাষে আমার প্রায় ৫ লক্ষ টাকা খরচ হয়েছে। এখন আমি পথে বসে গেছি।

স্থানীয় কৃষক  আব্দুস সোবহান জানান, দুপুর নাগাদ পুকুরে প্রচুর  মাছ মরে ভেসে উঠতে দেখেছি। প্রথমে আমরা গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও পুকুরের পাড়ে বিষ প্রয়োগের আলামত দেখতে পাই। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিবেশি মোঃ ছগির হাওলাদার ও মোঃ হাবিবুর রহমান বলেন পুকুরে অনেক মাছ ছিলো। বিষ প্রয়োগের ফলে মাছ গুলো মরে ভেসে উঠেছে। মাছ চাষী আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। গ্রামে আমাদের পুকুরেও মাছ চাষ করছি। এ ঘটনায়  আমরা আতঙ্কে আছি।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোঃ শাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে  কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেএস 

Link copied!