Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

শিকলবন্দী সেই মিলনের পাশে সালথার ইউএনও

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

আগস্ট ১৬, ২০২২, ০৯:২৯ পিএম


শিকলবন্দী সেই মিলনের পাশে সালথার ইউএনও

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ১২ বছর যাবৎ শিকলবন্দী সেই মিলনের পাশে দাঁড়ালেন ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ তাছলিমা আকতার।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকালে এই কর্মকর্তা গিয়ে ওঠেন মিলনের বাড়ি। মিলনকে শিকলবন্দী দেখে হতভম্ব হন তিনি।

মিলনের বাবা- মাকে শিকল থেকে থেকে মুক্ত করতে বলেন ইউএনও। কিন্ত দৌড়ে পালিয়ে যাবে বা মানুষের উপর  হামলা করতে পারে ভয়ে ছাড়া সম্ভব হয়নি।  

এসময় ইউএনও মিলনের চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা করেন। এবং মানষিক হাসপাতালে চিকিৎসা নিতে সহায়তা করবেন বলে আশসস্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান ( আজিজ), যদুনন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক মোল্লা, সাংবাদিক বিধান মন্ডল ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার বলেন, ফেইসবুকে ও বিভিন্ন গণমাধ্যমে খবরটি দেখি। পরে সেখানে গিয়ে দেখি ছেলেটিকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। ছেলেটি আমি শিকল থেকে মুক্ত করতে বলেছি তার বাবা- মাকে। আমি সাময়িকভাবে কিছু আর্থিক সহায়তা করেছি।

ছেলেটির বাবা-মাকে পরামর্শ দিয়েছি পাবনা হেমায়েতপুর মানষিক হাসপাতালে চিকিৎসা দেয়ার জন্য। পরবর্তীতে চিকিৎসার সব ধরনের সহায়তার জন্য আশ্বাস দেওয়া হয়েছে।

এআই 

Link copied!