Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

ভারী বর্ষণে ফেঞ্চুগঞ্জে ধসে পড়েছে ঘর

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি

আগস্ট ২৭, ২০২২, ০২:২৫ পিএম


ভারী বর্ষণে ফেঞ্চুগঞ্জে ধসে পড়েছে ঘর

ভারী বর্ষণে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামের একটি আধা পাঁকা ঘর ধসে পড়েছে।

শনিবার (২৭ আগস্ট) সকালে বাঘমারা গ্রামের পুতুল মিয়ার বাড়ীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দীর্ঘদিন বন্যার পানি থাকার কারণে ঘরের নিচের মাটি নরম হয়ে যায়, গতকাল রাতের ভারী বর্ষণে মাটি সরে গিয়ে ঘরটি ধসে পড়ে। তবে এ ঘটনা কেউ হতাহত-আহত হননি।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা বলেন, গতকাল রাতের ভারী বৃষ্টিপাতে একটি আধা পাঁকা ঘর পুরাটাই ধসে পড়ছে, খবর পেয়ে আজ সকালে আমি সরজমিন পরিদর্শন করেছি, এছাড়া আমি ইউএনও মহোদয়কে বিষয়টি অবগত করেছি। তিনি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এআই 

Link copied!