Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

জেলা পরিষদ নির্বাচন: সিলেটের ৪ জেলায় নৌকার মাঝি হলেন যারা

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

সেপ্টেম্বর ১১, ২০২২, ০২:৩৫ পিএম


জেলা পরিষদ নির্বাচন: সিলেটের ৪ জেলায় নৌকার মাঝি হলেন যারা

সিলেট বিভাগের চার জেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন যারা-সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক ছাত্রলীগ নেতা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা জজ কোর্টের পিপি ড. খায়রুল কবির রুমেন, সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মো: নাসির উদ্দিন খাঁন, মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মিসবাহুর রহমান ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডা: মুহাম্মদ মুসফিক হোসেন চৌধুরী দলীয় প্রার্থী হিসেবে মনোনিত হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। জেলা পরিষদ নির্বাচন আগামী ১৭ অক্টোবর। মনোনয়ন জমা দানের শেষ সময় ১৫ সেপ্টেম্বর।

সুত্র জানায়, সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব্ মতিউর রহমান, বর্তমান জেলা প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট, সাবেক মহিলা এমপি ও সাবেক পিপি এডভোকেট শামসুন্নাহার বেগম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নোমান বখত পলিন, সাবেক জেলা পরিষদ সদস্য তারেক হাসান দাউদ ও চঞ্চলা রাণী দাস।

এদিকে সিলেট জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক এড. নাসির উদ্দিন খান। দলীয় মনোনয়ন চেয়েছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজকোর্টের সাবেক পিপি মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিজিত চৌধুরী ও বর্তমান প্রশাসক কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নাল আবেদীন। তবে মিসবাহ উদ্দিন সিরাজ ছাড়া অন্য ৪ নেতা দলীয় মনোনয়ন জমা দিয়েছিলেন।

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন যারা- জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম (সিআইপি)।

হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের বর্তমান প্রশাসক, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরী।

জেলা পরিষদের বর্তমান প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক দুই বারের সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এ নির্বাচনে মাঠের বিরোধী দল বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ নিবেন না বলে প্রকাশ্যে ঘোষনা দিয়েছেন।

তবে ক্ষমতাসীন আওয়ামী  লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে জাতীয় পার্টি ও অন্যান্য দল অংশ নিতে পারে বলে জানা যায়। তবে কারা কারা আসছেন তা জানা যাবে ১৫ সেপ্টেম্বর এর পর।

এআই 

Link copied!