Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

মাধবপুরে দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলার কমিটির সভা অনুষ্ঠিত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২২, ০৩:২০ পিএম


মাধবপুরে দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলার কমিটির সভা অনুষ্ঠিত

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে হবিগঞ্জে মাধবপুরে এক বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে  হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াসিম তালুকদার, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের সভাপতি অলিদ মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, সাংবাদিক মিজানুর রহমান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন, মাহবুব রহমান সোহাগ, পারুল আহমেদ, মীর খোরশেদ, মাসুদ খান, সৈয়দ সোহেল, পারভেজ চৌধুরী,পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সহকারী জেনারেল ম্যানেজার সৈয়দ আজহারুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুনীল দাস, সাধারণ সম্পাদক লিটন রায়, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি প্রমোদ মালাকার, সাধারণ সম্পাদক দুলাল মোদক ছাড়াও ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের পূজা মন্ডপের পক্ষে প্রতিনিধিরা।

বক্তারা, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন শ্মারদীয় দূর্গাপূজা।

উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, মাধবপুর উপজেলা মোট ১২২ টি পুজামন্ডবে পুজা অনুষ্ঠিত হবে এ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীসহ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে যাতে পূজা উদ্যাপন হয় এ জন্য যার যার অবস্থান থেকে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাবৃন্দ ছাড়াও পূজা মন্ডপের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

কেএস

Link copied!