Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪,

ভৈরবে বালিবাহী ট্রাক্টরের চাপায় শিক্ষার্থীর মৃত্যু

ভৈরব প্রতিনিধি

ভৈরব প্রতিনিধি

সেপ্টেম্বর ২৮, ২০২২, ০৫:৫০ পিএম


ভৈরবে বালিবাহী ট্রাক্টরের চাপায় শিক্ষার্থীর মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে একটি বালিবাহী ট্রাক্টরের নীচে চাপা পড়ে সিয়াম মিয়া ( ১২) নামের এক ক্ষুদে শিক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১ টা ৩০ মিনিটে শহরের কমলপুর (পশ্চিম পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় স্থানিয়রা সিয়ামকে উদ্ধার করে জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহত সিয়ামের পিতা মো: দেলোয়ার মিয়া কমলপুর এলাকায় একটি মুদির দোকানদারি করে। সে ওই এলাকায় ভাড়াবাড়িতে থাকে তাদের বাড়ি ময়মনসিংহ। সে এলাকার স্থানীয় একটি প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনার পর ট্রাক্টর চালক পালিয়ে যায়।

স্থানিয়রা জানায়, সিয়াম একটি ভাড়ির সামনের রাস্তা দিয়ে বাই-সাইকেল চালাচ্চিল। এসময় পিছনদিক থেকে একটি বালিবাহী ট্রাক্টর তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।

পরে স্থানিয়রা তাকে উদ্ধার করে জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাক্টরটিকে আটক করে।

এ বিষয়ে ভৈরব থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ শাহ আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এআই

Link copied!