Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

পেকুয়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

অক্টোবর ১৩, ২০২২, ০৪:০৯ পিএম


পেকুয়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় সাপের কামড়ে সাদেক মুহাম্মদ জিহান (৪) নামের এক শিশুর করোন মৃত্যু হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা নন্দীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জিহান একই এলাকার সালাহ উদ্দিনের ছেলে।

জিহানের দাদা আলী আহমদ জানায়, বুধবার সন্ধ্যায় বাড়ির উঠনে খেলছিল জিহান। এ সময় পাকা ঘরের বাইরের কলামের ফাটলে জিহানের পা ঢুকে পড়ে। এ সময় ফাটলে আগে থেকে আশ্রয় নেওয়া বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। শিশুটি পরিবারের সদস্যদের জানালে দ্রুত তাকে পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে সাপে কাটার চিকিৎসা-ওষুধ নেই বলে জানালে তারা তাকে চকরিয়া সরকারি হাসপাতালে  ভর্তি করে। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। রাত ৯টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে জিহান। শিশুর দাদা আলী আহমদ পেকুয়া সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ করেছেন।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মুজিবুর রহমান বলেন,সাপে কাটা একজন রোগি এসেছিল। তবে নিদিষ্ট করে বলতে পারেনি। জখমের চিহ্নও দেখাতে পারেনি। তারা একেক সময় একেক কথা বলে। হাসপাতালে চিকিৎসা নেই এটা সঠিক নই। চিকিৎসা আছে, ওষুধ আছে। তবে সাপেকাটা চিকিৎসা ষ্পর্শকাতর।

কেএস 

Link copied!