Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

কাশিয়ানীতে নগদ টাকা ছয় জুয়াড়ী গ্রেপ্তার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ২, ২০২২, ০৬:৫৬ পিএম


কাশিয়ানীতে নগদ টাকা ছয় জুয়াড়ী গ্রেপ্তার

গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে থানা পুলিশ অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরমঞ্জাদিসহ মঙ্গলবার গভীর রাতে ছয় জুয়াড়ীকে হাতেনাতে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- মুকসুদপুর উপজেলার মাঝিগাতি গ্রামের- মৃত ছালাম শেখের ছেলে মোঃ মুসা শেখ (৬০), কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের হাতিয়াড়া গ্রামের মোঃ দলিল উদ্দিন মোল্যার ছেলে মোঃ কুদ্দুস মোল্যা (৫০), রাজপাট গ্রামের মৃত মোঃ জলিলুর রহমানের ছেলে মোঃ হাফিজুর রহমান (৫০), একই গ্রামের শেখ আতিয়ার রহমানের ছেলে মোঃ ওসিম (৩০) , রাজপাট গ্রামের পিতা  বাবু শেখের ছেলে এসকেন সেখ (৫৮), তেতুলিয়া গ্রামের মোঃ রহুল আমীন শিকদারের ছেলে গাজী সিকদার (৫০)।

জানাগেছে, উপজেলার রাজপাট ইউনিয়নের রাজপাট গ্রামের মোঃ এসকেন সরদার এর বাড়ি দীর্ঘদিন জুয়া খেলার আসর বসে আসছিলো। কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ মোঃ সওগাতুল আলম বিষয়টি অবগত হলে জুয়াড়ীরীদের গ্রেফতার করতে বিষেশ অভিযান চালান। পুলিশ জুয়া খেলার সময়ে হাতেনাতে ছয় জুয়াড়ীকে গ্রেপ্তার করে।

কাশিয়ানী থানার ইন্সেপেক্টর মোঃ ফিরোজ আলম জানান, অভিযান পরিচালনার সময়ে তাদের  জুয়ার বোর্ড থেকে নগদ ১৮ হাজার ৮০০ শত টাকা এবং জুয়া খেলার সরমঞ্জাদী উদ্ধার করে হয়েছে।

কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ মোঃ সওগাতুল আলম ঘটানার সত্যতা নিশ্চিত করে জানান, কাশিয়ানী থানা এলাকায় জুয়া খেলার কোন সুযোগ নেই। অপরাধ করলেই আইনি ব্যাবস্থা।

ইএফ

Link copied!