Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

সালথায় দু’দিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

নভেম্বর ২৪, ২০২২, ০৫:৩০ পিএম


সালথায় দু’দিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

"ইন্টারনেটে আসক্তির ক্ষতি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় দুদিন ব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪৪তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের-২০২২ইং এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে এ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) জীবাংশু দাস, উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, একাডেমিক সুপারভাইজার স্বপ্না বৈদ্য, উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ টিপু সুলতান প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণকারী ও প্রতিযোগী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।

কেএস 

Link copied!