Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

হাটহাজারীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে জোড় ইজতেমার সমাপ্তি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২২, ০২:০৪ পিএম


হাটহাজারীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে জোড় ইজতেমার সমাপ্তি
ফাইল ছবি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়ায় পাঁচ দিন দিনব্যাপী ১১ জেলার বিভাগীয় জোড় ইজতেমা আমিন আমিন ধ্বনির মধ্য দিয়ে (আখেরি মোনাজাতের) সোমবার শেষ হয়েছে।

ফজরের নামাজের পর অনুষ্ঠিত আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইলের মুরুব্বী মাওলানা রবিউল হক। তার সঙ্গে লাখো মুসল্লি দুই হাত তুলে ‘আমিন, আমিন ধ্বনি’ তোলেন।

এসময় ধর্মপ্রাণ মুসল্লিরা ‘আমিন, আমিন ধ্বনিতে’ মুখরিত হয়ে ওঠে হাটহাজারীর চারিয়া গ্রামসহ আশপাশের এলাকা। ঈমান, তালিম, দাওয়াতিকাজ, ইসলামী শিক্ষা, আল্লাহর সন্তুষ্টি ও পরকালের মুক্তির প্রত্যাশায় হেদায়াতি বয়ান শেষে মসজিদভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়ে আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য-সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, সুখ-সমৃদ্ধি ও বিশ্বশান্তি এবং কল্যাণ কামনা করা হয়।

ইজতেমা প্রাঙ্গণের মাঠ ও আশেপাশের বাড়িঘরের উঠান-আঙ্গিনায় বিপুল সংখ্যক মহিলাও আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে দেখা যায়।

এদিকে মোনাজাতে অংশ নিতে রোববার রাত ও সোমবার ফজরের নামাজের পর থেকে চতুর্দিক থেকে হাটহাজারী-নাজিরহাট ও হাটহাজারী-রাউজান মহাসড়ক হয়ে ইজতেমাস্থলে হাজার হাজার মুসল্লির ঢল নামে।

এআই

Link copied!