Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

‘ইভিএম সমস্যা নয়, সমস্যা শর্শের ভিতরে ভূত’

এম আর মিজান, রংপুর

এম আর মিজান, রংপুর

ডিসেম্বর ১৯, ২০২২, ০৫:৫২ পিএম


‘ইভিএম সমস্যা নয়, সমস্যা শর্শের ভিতরে ভূত’

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সমস্যা নয়। এটি একটা মাত্র যন্ত্র। এই যন্ত্রটিকে পরিচালনার জন্য যাদের উপরে দায়িত্ব ন্যস্ত সমস্যাতো তারাই । যে শর্শে দিয়ে ভূত তারার কথা সেই শর্শের ভিতরে ভূত বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্ব›দ্বী মেয়র প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন।

বদিউল আলম বলেন, ইভিএম শুধু ফল দেয় এটা একটা যন্ত্র, তাকে যেভাবে আপনারা যে ইনপুট  দিবেন ওই যন্ত্রটি সেভাবে তার ফলাফল সে প্রদর্শন করবে এটি খুব সহজেই বোঝা যায়। তবে এর পেছনে যারা থাকে তারাই তো দুষ্কর্মগুলো করে। আমরা মনে করি ইভিএম দিয়ে কখনোই সুষ্ঠু ভোট সম্ভব নয়। সুজন সম্পাদক আরও বলেন, ইভিএম এমন একটি যন্ত্র যা দিয়ে পক্ষপাতমূলক যেকোনো কর্মকান্ড করা যায় এবং আমরা বরাবরই ইভিএমের বিপক্ষে। কারণ, এটি দিয়ে একটি পক্ষকে জেতানো সম্ভব।

সুজন নিরপেক্ষ নয়, একটি গোষ্ঠীর হয়ে কাজ করে এমন প্রশ্নের জবাবে বদিউল আলম বলেন, সরকারে যারা আছে তারাই এক সময়ে আমাদের বাহবা দিয়েছে। বলেছে সুজন ভালো সংগঠন, আমরা নিরপেক্ষ সংগঠন। কিন্তু যখন আমরা তাদের বিরুদ্ধে নানা রকমের দুর্নীতি ও অনিয়মের সুস্পষ্ট অভিযোগ তুলে ধরেছি। তখন তারা আমাদের বিরুদ্ধে চলে গেছে। আসলে এটা আমাদের দেশের একটা সংস্কৃতি হয়ে গেছে। আমরা নিজের দুর্বলতা প্রকাশ করতে চাই না, নিজের দুর্বলতাটাকে অন্যের ওপর চাপিয়ে দেই। আমরা কোনো দলের পক্ষে নই, আমরা জনগণের পক্ষে, আমরা ভোটারদের পক্ষে।

রংপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে কি-না এ বিষয়ে তিনি বলেন, আমি জ্যোতিষী নই, এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে জ্যোতিষী হতে হবে। জনগণ চাচ্ছে এখানে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হোক। যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন। তারা নিরপেক্ষভাবে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন আমাদের আশা।

রংপুর মহানগর সুজনের সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দে রাজু, রংপুর মহানগর সহ-সভাপতি অ্যাডভোকেট খাইরুল ইসলাম বাপ্পি, মোখলেছুর রহমানসহ রসিকের ভোটে অংশ নেওয়া ৯ মেয়র প্রার্থী উপস্থিত ছিলেন।

এআই

Link copied!