Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

বরিশালে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জানুয়ারি ১২, ২০২৩, ০৮:১৬ পিএম


বরিশালে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও খাদ্যে মূল্য তালিকা না থাকার অপরাধে ৬ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বেলা ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রানী মিত্র।

তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘণের অপরাধে উপজেলার ২টি ফার্মেসি, ১টি কীটনাশকের দোকান, ২টি মুদির দোকনসহ ৬টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযান চলাকালে সার্বিক সহযোগিতা করেন বাবুগঞ্জ উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শেখ মো. জাকির হোসেন এবং ১০ এপিবিএন বরিশাল এর একটি টিম।

কেএস 

Link copied!