Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

নেত্রকোনায় বাহারি পিঠার উৎসব

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

জানুয়ারি ২২, ২০২৩, ০১:৫৬ পিএম


নেত্রকোনায় বাহারি পিঠার উৎসব

নেত্রকোনায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাহারি পিঠা নিয়ে দিনব্যাপী উৎসবের অোয়োজন করা হয়েছে।

রোববার (২২ জানুয়ারি) সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ স্মৃতি সংসদ কুরপাড়স্থ সংসদ কার্যালয়ে এই উৎসবের আয়োজন করে। 

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জিয়া আহমেদ সুমন ও পুলিশ  সুপার ফয়েজ আহমেদ শান্তির প্রতিক পায়রা উড়িয়ে পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন।

বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ স্মৃতি সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু আককাস আহমেদের সভাপতিত্বে কবি সাইফুন্নাহার ও কবি সুমিত্র সুজনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রওশনা আক্তার, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ও শিরিন আক্তার চৌধুরী।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন প্রফেসর ননী গোপাল সরকার।

পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ, উৎসবে আগত দর্শনার্থীরা মেলার স্টল পরিদর্শন করেন ও মুখরোচক বিভিন্ন পিঠার স্বাদ উপভোগ করেন। দিনব্যাপী উৎসবে গল্প, কবিতা ও গান পরিবেশন করা হয়।

পরে তিন সদস্যের বিচারক প্যানেল উৎসবে অংশ গ্রহনকারী বিভিন্ন স্টল পরিদর্শন করে বিজয়ী স্টল মালিকদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।  

মেলায় আগত দর্শনার্থীরা প্রতিবছর এই উৎসব আয়োজনের দাবি জানান।

এআরএস

 

Link copied!