Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

কলারোয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ০৮:০৯ পিএম


কলারোয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরার কলারোয়ায় ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় এ প্লাস পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের পক্ষ থেকে এ সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়।

কলারোয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জাতীয় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, শিক্ষাবিদ প্রফেসর ফারুক হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন মৃধা।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন কলারোয়ার কৃতি সন্তান প্রিমিয়ার ছাত্র সংঘের প্রধান উপদেষ্টা ও অস্ট্রেলিয়া প্রবাসী সিডনী আ’লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন লাল্টু, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রারার রেজাউল করিম, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মনোয়ার হোসেন, ব্র্যাক ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী আসাদুজ্জামান চান্দু, আল আরাফা ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সিজিএম আসাদুজ্জামান মিলন, সাতক্ষীরা মেডিকেল কলেজের আবাসিক সার্জন ডা. রাশেদুজ্জামান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক জাফরুল্লাহ কাজল প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা সংবর্ধিত ছাত্র-ছাত্রীদেরকে মাদক থেকে দূরে থাকার আহবান জানিয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ায় আত্মনিয়োগ করার আহবান জানান। পরে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি আফজাল ফুয়াদ অভি সহ সকল উপদেষ্টা ও সদস্যবৃন্দ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংবর্ধিত ২০২২ সালের কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ এবং শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।

আরএস

 

Link copied!