Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

ব্রাহ্মণবাড়িয়ায় ফাইভস্টার ক্লাবের ৪শ তম চিকিৎসা শিবির উদ্বোধন

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মার্চ ৩, ২০২৩, ০৮:১৭ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় ফাইভস্টার ক্লাবের ৪শ তম চিকিৎসা শিবির উদ্বোধন

শুক্রবার (৩ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ফাইভ স্টার ক্লাবের ৪০০ তম চিকিৎসা শিবির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

ফাইভ স্টার ক্লাবের সভাপতি আতাউর রহমান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় মোকতাদির চৌধুরী বলেন, ‍‍`ফাইভ স্টার ক্লাব সমাজসেবায় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।‍‍` তিনি  ফাইভ স্টার ক্লাবের চক্ষু চিকিৎসা শিবির পরিদর্শন করে ক্লাবের বিভিন্ন সামাজিক কার্যক্রম সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মিন্টু ভৌমিক, সাবেরা সোবহান স্কুলের প্রধান শিক্ষক বদিউজ্জামান ভুঁইয়া, ওমর ফারুক, কাজী কামাল উদ্দিন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা কৃষকলীগের সহ-সভাপতি হামিদুল হক ভুঁইয়া হামদু, আওয়ামীলীগ নেতা জাহাঙীর আলম,স্বপন রায়, মাছিহাতা মডেল ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল হক পাভেল, সদর যুবলীগ সভাপতি আলী আজম, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তাজুল ইসলাম বাবু।

উল্লেখ্য ফাইভ স্টার ক্লাব এখন পর্যন্ত মোট ১,৬৫,৫০৩ (এক লক্ষ পয়ষট্টি হাজার পাঁচশত তিন) জন চক্ষু রোগীর চিকিৎসা করেন। তার মাঝে ২৯,৪৫৬ জনকে অপারেশন করা হয়। শুক্রবার ৪০০তম চিকিৎসা শিবিরে ৫০৩ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে ২১১ জনকে চোখের অপারেশনের জন্য কুমিল্লায় পাঠানো হয়।

আরএস
 

Link copied!