Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

কুশিয়ারায় ধরা পড়ল ৪ মণের বাঘাইড়

মো. মাসুম বিল্লাহ

মার্চ ১৫, ২০২৩, ০৫:২৮ পিএম


কুশিয়ারায় ধরা পড়ল ৪ মণের বাঘাইড়

সিলেটের কুশিয়ারা নদীতে ধরা পড়েছে চার মণ ওজনের একটি বাঘাইড় মাছ। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে মাছটি বিক্রির জন্য সিলেট নগরীর লালবাজারে তুলেন মৎস্য ব্যবসায়ী আনোয়ার হোসেন।

তিনি জানান, আজ বিক্রি না হলে বুধবার মাছটি কেটে কেজি ধরে বিক্রি করবেন।

মৎস্য ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, এত দাম দিয়ে আস্ত মাছটি কেউ কিনবে না। ফলে কেটে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মাছটি কেটে কেজি দরে বিক্রি করব। আশা করি, দুই হাজার টাকা কেজি ধরে মাছটি বিক্রি করতে পারবো। 

এর আগে ২০২১ ও ২০২২ সালে কুশিয়ারা নদীর জকিগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এলাকায় অন্তত চারটি বাঘাইড় মাছ ধরা পড়ে। যার ওজন ১০০ কেজি থেকে ১৫০ কেজি ওজনের।

ব্যবসায়ীরা জানান, প্রতি বছরই এক থেকে দুইটি বাঘাইড় মাছ কুশিয়ারা নদীতে ধরা পড়ে।

এআরএস

Link copied!