Amar Sangbad
ঢাকা বুধবার, ৩১ মে, ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

উলিপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

মার্চ ৩০, ২০২৩, ০৭:১৯ পিএম


উলিপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা

কুড়িগ্রামের উলিপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সৃজনশীল মেধা বিকাশের নিমিত্তে চিত্রাংকন, রচনা, কবিতা আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে আমিন ফরিদা শামীম সোসাইটিথর (এএফএসএস) আয়োজনে এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুল হল রুমে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আমিন ফরিদা শামীম সোসাইটি চেয়ারম্যান শামীম আখতার আমিন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, বজরা দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক বাদশা আলম, গুনাইগাছ ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক যতীন্দ্রনাথ বর্মন, নাজিম খান স্কুল এন্ড কলেজের প্রদর্শক মুনিবুর রহমান সরদার ও গুনাইগাছ ইউনিয়নের কাঠালবাড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পুষ্পজিত চন্দ্র বর্মন।

এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন, মনিটরিং অফিসার গণেশ চন্দ্র সাহা, সহকারী শিক্ষক রিনা আক্তার সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। 

আরএস
 

Link copied!