Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার প্রতিনিধি

মে ২১, ২০২৩, ১২:২৭ পিএম


সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৩টি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ১৫ ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

শনিবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রার মাধ্যমে সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন।

এর আগে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনায় সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আন্ত:নগর উদয়ন এক্সপ্রেসের সহকারী পরিচালক মো. সোহেল রানা জানান, ‘বনের ভেতর ঝড়ে একটি বড় গাছ রেললাইনের ওপর পড়েছিল। ট্রেনটি সেই গাছে ধাক্কা দিলে এর ইঞ্জিনসহ ৩টি বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, ‘ট্রেন দুর্ঘটনার কারণে আন্ত:নগর কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার কবলিত আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এইচআর

Link copied!