Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

গুরুদাসপুরে মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

জুন ১, ২০২৩, ০২:১১ পিএম


গুরুদাসপুরে মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু

নাটোরের গুরুদাসপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপনের পর আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু হলো ১ জুন বৃহস্পতিবার সকাল ১১টায়। 

উপজেলার খামার নাচকৈড় মৌজার ৩ নম্বর ওয়ার্ডে ৩ একর জায়গার উপর ৫কোটি ১৩লাখ ৫ হাজার টাকা ব্যয়ে ওই স্টেডিয়ামের প্রথম পর্যায়ের নির্মান কাজ শুরু হয়েছে।

উৎসবমুখর পরিবেশে প্যাভিলিয়ন গ্যালারির পাইলিংয়ের কাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রবণী রায়।

শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস। 

প্রধানমন্ত্রীর নির্দেশনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে সারাদেশে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের আওতায় ২য় ধাপে ১৮৬টি উপজেলায় এ স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। 

এর মধ্যে গুরুদাসপুর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণকাজে ব্যয় ধরা হয়েছে ৪ ক্যাটাগরিতে সর্বমোট ২০ কোটি ৫২ লাখ ২২ হাজার টাকা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে এ স্টেডিয়ামের নির্মাণ কাজ বাস্তবায়ন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন গুরুদাসপুরে বিলচলন শহীদ সামসুজ্জো সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. একরামুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, নাটোর জেলা আওয়মী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন, গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাহিদুল ইসলাম, সহ সভাপতি রাজকুমার কাশি ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, যুগ্ম সম্পাদক রেজাউল করিম সবুজ, ঠিকাদার মো. নাজমুজমুল হক প্রমুখ।

এইচআর

 

Link copied!