Amar Sangbad
ঢাকা সোমবার, ২১ এপ্রিল, ২০২৫,

মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা-মতবিনিময় সভা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

জুন ৭, ২০২৩, ০১:০৮ পিএম


মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা-মতবিনিময় সভা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায়  মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জুন) সকালে মাটিরাঙ্গা জোনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের  জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান।

এ সময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম,  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, গুইমারা ৩৪ আনসার ব্যাটালিয়ন এর সহকারি পরিচালক মো. কামরুজ্জামান, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া, গুইমারা থানার অফিসার ইনচার্জ রাজীব  কর , মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ন মোর্শেদ খান , মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক রুবেল দে, মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের লিডার মো. শফিকুল আলম সহ জনপ্রতিনিধি, সাংবাদিক, সামরিক ও বেসামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এআরএস

 

Link copied!