Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

পাটগ্রামে বিজিবির খাদ্য সামগ্রী ও চিকিৎসা সেবা প্রদান

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

আগস্ট ১৫, ২০২৩, ০৫:৫৪ পিএম


পাটগ্রামে বিজিবির খাদ্য সামগ্রী ও চিকিৎসা সেবা প্রদান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) খাদ্যসামগ্রী বিতরণ ও স্বাস্থ্যসেবার আয়োজন করেছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩ টায় পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাধানাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সীমান্তবর্তী এক শত গরিব দুস্থ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ ও বিনা মূল্যে প্রায় দুই শতাধিক জনসাধারণকে স্বাস্থ্যসেবা এবং বিনামূল্যে ঔষুধ দেওয়া হয়।  

স্বাস্থ্যসেবা ও খাদ্য বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন-বর্ডারগার্ড বাংলাদেশ তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম।

এ সময় উপঅধিনায়ক মেজর নাজমুস সাকিব, শ্রীরামপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধান, পাটগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোকলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এইচআর

Link copied!