Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

আগস্ট ২০, ২০২৩, ০৩:১৪ পিএম


মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় রাশেদুল ইসলাম নামে এক যুবককে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী অসহায় নারী।

রোববার (২০ আগস্ট) দুপুরে ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন রাশেদুলের মা আয়েশা বেগম। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন  আয়েশা বেগমের ভাই আনোয়ারুল ইসলাম বোনাচ।

লিখিত বক্তব্য জানা যায়, প্রায় এক বছর আগে বাড়াইপাড়া গ্রামের রাশেদুলের সঙ্গে বিয়ে হয় একই উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের আব্দুল ওহাব মিয়ার মেয়ে স্বর্না খাতুনের। বিয়ের কিছুদিন পর মেয়টির অস্বাভাবিক আচরণের দেখে রাশেদুলর পরিবার বুঝতে পারে সে মানসিক ভারসাম্যহীন রোগী।

বিষয়টি মেয়ের পরিবারকে জানালে তারা চিকিৎসার কথা বলে কৌশলে মেয়েটিকে লালমনিরহাট আদালতে নিয়ে গিয়ে ছেলে, ছেলের মাসহ ৪ জনকে আসামী করে যৌতুক ও নির্যাতনের মামলা করে। সেই মামলা প্রত্যাহার ও হয়রানি থেকে বাঁচতে রাশেদুলের মা তার বাড়িতে সাংবাদিকদের ডেকে সম্মেলন করেন। ওই নারী এ সময় মামলার সঠিত তদন্ত ও ন্যয় বিচারের দাবী জানিয়েছেন।

এআরএস

Link copied!