Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০

আ.লীগের সঙ্গে আঁতাতের অভিযোগে যুবদল নেতাকে অব্যাহিত

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৮:২৮ পিএম


আ.লীগের সঙ্গে আঁতাতের অভিযোগে যুবদল নেতাকে অব্যাহিত

আওয়ামী লীগের সঙ্গে গোপন আতাঁতের অভিযোগে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক (মিন্টু)কে অব্যাহতি দিয়েছে নেত্রকোনা জেলা যুবদল। 

সোমবার জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু ও সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আতাউল হক মিন্টু দীর্ঘদিন যাবৎ গোপনে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলেছেন। যে কারণে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ক্ষতিগ্রস্থ হয়েছে বলেও উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আজ সোমবার (১৮ সেপ্টেম্বর ) হতে কেন্দুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি থেকে বহিস্কার করা হয়েছে।

আরএস

Link copied!