নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া
জুলাই ৩১, ২০২৫, ০৯:০৩ পিএম
ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ সমাবেশের আয়োজন করে ইসলামী যুব আন্দোলন কুষ্টিয়া শাখা।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাফেজ তাওহিদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি।
তিনি বলেন, “বাংলাদেশের অতীত শাসকরা লুটপাটের মাধ্যমে সম্পদ অর্জনের চেষ্টা করেছে। আমরা জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়েছিলাম একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে। অথচ বর্তমানে নব্য চাঁদাবাজরা উঁকি দিচ্ছে—দেশের সর্বত্র চাঁদাবাজি চলছে। রাস্তাঘাট এমনকি ভ্যানগাড়িতে ব্যবসা করতেও চাঁদা দিতে হচ্ছে। আগে একজনকে চাঁদা দিতে হতো, এখন দিতে হচ্ছে অন্যজনকে।”
তিনি আরও বলেন, “আমরা চাই রাষ্ট্রে প্রথমে সংস্কার ও বিচার নিশ্চিত হোক, তারপর নির্বাচন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে নতুন এক পরিবর্তনের আশার আলো দেখা যাচ্ছে।”
সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম.এস. হাসিব গোলদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমাদ আলী ও সাধারণ সম্পাদক জিএম তাওহীদ আনোয়ার।
ইএইচ