Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪,

গাইবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা প্রতিনিধি

অক্টোবর ১, ২০২৩, ০৭:৪১ পিএম


গাইবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

গাইবান্ধার ফুলছড়িতে ডিবি পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেপ্তার। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি দেশীয় বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলিসহ দুটি ড্যাগার জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফুলছড়ি থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ব্রিফিং এ বলা হয়, ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার ভোর সাড়ে ৪টায় ফুলছড়ি উপজেলার খোলাবাড়ি গ্রামের বাংলা বাজারে অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলিসহ ২টি ড্যাগার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, আলমগীর শেখ (৩০), মাসুম শেখ (৩৬), তারা মিয়া (৩৮), আব্দুল মালেক (৩৫), হাসান আলী শেখ (৩৮) ও রহমত আলী (৫৫)। তারা সকলেই ফুলছড়ি উপজেলার বাসিন্দা।

প্রেস বিফিংয়ে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজান (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার ‍‍`বি‍‍` সার্কেল আবদুল্লাহ আল মামুন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, মো. মোখলেছুর রহমান সরকার পুলিশ পরিদর্শক।

এআরএস

Link copied!