Amar Sangbad
ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪,

কাভার্ডভ্যান ভর্তি পলিথিনসহ আটক ৩

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

অক্টোবর ২, ২০২৩, ০৩:০৩ পিএম


কাভার্ডভ্যান ভর্তি পলিথিনসহ আটক ৩

বরিশালে দুটি কাভার্ডভ্যান ভর্তি ৬ টন পলিথিনসহ ৩ জনকে আটক করেছে বরিশাল পরিবেশ অধিদপ্তর ও এয়ারপোর্ট থানা পুলিশ।

রোববার (১ অক্টোবর) দিবাগত রাত ১টায় বরিশাল এয়ারপোর্ট থানা এলাকার কামিনি পাম্প সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মালেক মিয়া।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে বরিশালগামী দুইটি কাভার্ডভ্যানে তল্লাশি করা হয়। এ সময় দুটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো - ড ১৪-৮০৩৩ ও ঢাকা মেট্রো ড  ১৪-৮৫৬৪) ভর্তি ৬ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। এছাড়া দুই জন চালকসহ এক হেল্পারকে আটক করা হয়। জিজ্ঞেসাবাদে আটককৃতরা জানায় তাদের বাড়ি বেনাপোল সীমান্তে।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, রাতে পরিবেশ অধিদপ্তর থেকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দুটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। এছাড়া ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এআরএস

Link copied!