Amar Sangbad
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫,

প্রেস কাউন্সিল চেয়ারম্যান

হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

এপ্রিল ৩০, ২০২৫, ০৪:২৭ পিএম


হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে

সাংবাদিকদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম।

তিনি বলেন, “হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে। সংবাদপত্রে প্রকাশিত তথ্যের উৎস জানাতে সাংবাদিকদের উপর চাপ প্রয়োগ করা উচিত নয়।”

বুধবার ফেনী সার্কিট হাউস কনফারেন্স হলে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মঞ্জুর আহসানের সঞ্চালনায় প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি মেনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) রোমেল শর্মা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা এসএম আল আমিন।

কর্মশালায় ফেনী জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

ইএইচ

Link copied!