Amar Sangbad
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫,

প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ: শাহজাহান সেলিম বুলবুল

সিলেট ব্যুরো

সিলেট ব্যুরো

এপ্রিল ৩০, ২০২৫, ০৬:১২ পিএম


প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ: শাহজাহান সেলিম বুলবুল

বাংলাদেশ থেকে আগত এশিয়ান টেলিভিশন ও দৈনিক আমার সংবাদ পত্রিকার সিলেট ব্যুরো প্রধান, রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল (পি.এইচ.এফ) বলেছেন, “প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ।”

বলেন, “মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছেন। তারা বিদেশের মাটিতে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠন, তহবিল সংগ্রহসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আজও প্রবাসীরা দেশের উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত।”

প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে তিনি আরও বলেন, “বিভিন্ন মানবহিতৈষী কর্মকাণ্ড, ব্যবসায়িক উদ্যোগ এবং বিনিয়োগের মাধ্যমে প্রবাসীরা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। প্রবাসী ও অভিবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করছে এবং অর্থনীতির চাকা সচল রাখতে সহায়ক ভূমিকা পালন করছে। তাই তাদের সম্মান জানানো এবং যেকোনো সমস্যায় তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।”

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় মিশিগানের রান্নাঘর রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কানাইঘাট এসোসিয়েশন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি শরিফ উদ্দিন আহমদ এবং সঞ্চালনায় ছিলেন সহকারী সেক্রেটারি মাওলানা কয়েছ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান-এর সভাপতি আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানের শুরুতে সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- উপদেষ্টা মণ্ডলীর সদস্য শফিকুল আম্বিয়া চৌধুরী, এমদাদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কয়েছ আহমদ, সহ-অর্থ সম্পাদক আহসান হাবিব চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খাজা আফজাল হোসেন, প্রচার সম্পাদক সাংবাদিক সুলায়মান আল মাহমুদ, কার্যনির্বাহী পরিষদের সদস্য আশরাফুল আম্বিয়া, মুজিবুর রহমান, আলী আকবর, আতাউল বারী মাসনুন প্রমুখ।

ইএইচ

Link copied!