ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ঘাটাইলে এক ডগায় ২০টি লাউ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

এপ্রিল ৩০, ২০২৫, ০৪:৩৯ পিএম

ঘাটাইলে এক ডগায় ২০টি লাউ

লাউ গাছে এক ডগায় একটি লাউ ধরাই স্বাভাবিক। কখনও-সখনও দুই-তিনটি লাউ ধরলেও তাও চোখে পড়ে। তবে, একটি ডগায় একসঙ্গে ২০টি লাউ ধরা কি বিশ্বাস করা যায়?

অবিশ্বাস্য মনে হলেও, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কালিয়াগ্রামে এমনই এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। স্থানীয় শাহানুর খান ও রেনু বেগম দম্পতির বাড়ির লাউ গাছে একই ডগায় ২০টি লাউ ধরেছে।

শাহানুর-রেনু দম্পতি জানান, নিজেদের প্রয়োজন মেটাতে বাড়ির আঙিনায় কয়েকটি লাউ গাছ রোপণ করেছিলেন। ইতোমধ্যে সেগুলো থেকে তারা লাউ খেয়েছেন এবং বিক্রিও করেছেন।

তবে সম্প্রতি একটি গাছে অস্বাভাবিক একটি দৃশ্য দেখতে পান তারা। গাছের একটি গিট (শাখার সংযোগস্থল) থেকে একে একে প্রচুর ফুল ফুটতে শুরু করে এবং কচি লাউ আসা শুরু হয়। কিছুদিনের মধ্যে দেখা যায়, একই ডগায় ২০টি লাউ ঝুলছে। দেখতে অনেকটা থোকার মতো মনে হয়।

এই ব্যতিক্রমী দৃশ্য দেখতে গ্রামবাসী ভিড় করছেন তাদের বাড়িতে।

প্রতিবেশী বাবর আলী খান বলেন, “জীবনে এই প্রথম দেখলাম, একটি লাউ গাছের একটি ডগায় একসঙ্গে ২০টি লাউ ধরেছে। এমন দৃশ্য কখনও চোখে পড়ে না।”

এ বিষয়ে ঘাটাইল উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান বলেন, “এক ডগায় এত লাউ ধরা খুব বিরল হলেও অস্বাভাবিক নয়। এটি গাছের জেনেটিক বৈশিষ্ট্য বা আবহাওয়া, সার ও পরিচর্যার পার্থক্যের কারণে ঘটতে পারে।”

ইএইচ

Link copied!