Amar Sangbad
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫,

বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার প্রতিজ্ঞা

সেই নাজিমউদ্দিনকে নেয়া হলো ঢাকায়

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

এপ্রিল ৩০, ২০২৫, ০৬:২১ পিএম


সেই নাজিমউদ্দিনকে নেয়া হলো ঢাকায়

গত প্রায় এক যুগ ধরে দলের প্রতি ভালোবাসা থেকে ভাত খাননি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশগাড়িয়া গ্রামের বিএনপি কর্মী নাজিম উদ্দিন মন্ডল। এতে অসুস্থ হয়ে পড়লে ঝিনাইদহ থেকে গত মঙ্গলবার চিকিৎসকেরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এদিকে, খবরটি জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের নির্দেশ দেন অসুস্থ নাজিম উদ্দিনের খোঁজখবর নিতে এবং তার পাশে দাঁড়াতে।

বুধবার দুপুরে ঢাকার বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন নাজিম উদ্দিনকে দেখতে যান।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান খান শিমুল, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, ড্যাবের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তারা নাজিম উদ্দিনের সার্বিক খোঁজখবর নেন এবং তারেক রহমানের পক্ষ থেকে তার শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় তারা সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে নাজিম উদ্দিনের শারীরিক অবস্থার বিষয়টি জানতে পারেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। 
এরপর দুপুর দেড়টা নাগাদ একটি অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকার পিজি হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে রওনা হয় প্রতিনিধি দলটি। তার সাথে তার স্ত্রী জুলেখা বেগম ও পুত্র শাহ আলম উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০১৪ সালের ৩০ জুন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়ায় একটি দোয়া মাহফিলের আয়োজন করেছিল স্থানীয় বিএনপি। সেদিন তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় বাহিনী হামলা করে অনুষ্ঠানের জন্য বিতরণ করা খাবার নষ্ট করে দেয়। সেই থেকে বাঁশবাড়িয়া গ্রামের নাজিম উদ্দিন প্রতিজ্ঞা করেন, বিএনপি যতদিন সরকারে না আসবে, তিনি ততদিন ভাত খাবেন না। এরপর থেকে গত প্রায় ১১ বছর ধরে ভাত ছাড়াই শুকনো খাবার রুটি-বিস্কুট খেয়েই জীবনযাপন করছেন তিনি। দীর্ঘদিন না খেয়ে থাকার এবং নিয়মিত ধূমপান করায় তার শারীরিক অবস্থা ভালো ছিল না।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, “ডাক্তাররা সন্দেহ করেছেন, সম্ভবত নাজিম উদ্দিনের আরো কিছু শারীরিক সমস্যা থাকতে পারে, যার মধ্যে ক্যান্সারের লক্ষণও থাকতে পারে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছি। ঢাকার পিজি হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধানের সাথে আমার কথা হয়েছে এবং সেখানে তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হবে।”

ইএইচ

Link copied!