Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

লালমনিরহাটে নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২৩, ১২:৫৯ পিএম


লালমনিরহাটে নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সাবেক ১১৯নং বাঁশকাটা ছিটমহলের ঘোষপাড়া, দয়ালটারী ও বোস্টারি এলাকার ২৫কোটি টাকা ব্যয়ে ধরলা নদীর ডান ও বামতীর বরাবর নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালী এ প্রকল্পের উদ্বোধন করেন। এর ফলে সাবেক ছিটমহলসহ ১০টি গ্রামের ৬০হাজার মানুষ নদীভাঙ্গন থেকে রক্ষা পাবে। কয়েক হাজার হেক্টর আবাদি জমি চাষের আওতায় আসবে। ওই এলাকার মানুষ আর্থসামাজিক ভাবে এগিয়ে যাবে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের হলরুমে ভার্চুয়ালী এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনিল কুমার, উপবিভাগীয় প্রকৌশলী রিয়াদুল ইসলামসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ।

এইচআর
 

Link copied!