Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪,

পাটগ্রামে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২৩, ০৫:৩৩ পিএম


পাটগ্রামে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কৃষি প্রণোদনা হিসেবে পাঁচ হাজার ৩৪০ জন প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৮ ইউনিয়ন ও ১ পৌরসভার কৃষকদেরকে মধ্যে এসব বীজ ও সার দেওয়া হয়।   

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ উপলক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি অডিটরিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাংসদ মোতাহার হোসেন।

এতে সভাপতিত্ব করেন-পাটগ্রাম উপজেলা নির্বাহী র্কমকর্তা (ইউএনও) নুরুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফ্ফার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায় প্রমুখ।

কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ৯০০ জন গম, ভুট্টা একহাজার ৪৫০ জন, সরিষা দুই হাজার ৮০০ জন, চিনাবাদাম ৬০ জন, পেঁয়াজ ১০০ জন ও মুগডাল ৩০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

এইচআর

Link copied!