Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৪ মে, ২০২৪,

আ.লীগ নেতা হাশেম রেজা

২৮ অক্টোবর বিএনপি-জামায়াত সহিংসতা করলে কঠোর হস্তে দমন করা হবে

মো. জিল্লুর রহমান মধু, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

মো. জিল্লুর রহমান মধু, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

অক্টোবর ২৬, ২০২৩, ০৯:১২ পিএম


২৮ অক্টোবর বিএনপি-জামায়াত সহিংসতা করলে কঠোর হস্তে দমন করা হবে

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৮ অক্টোবর বিএনপি ও জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক দলগুলো কর্মসূচির নামে সহিংসতা করলে কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক, চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী, গণমানুষের নেতা হাশেম রেজা।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে দামুড়হুদার কোষাঘাটা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হাশেম রেজা তার বক্তব্যে বলেন, ‘বিএনপি-জামায়াতের কাছে দেশ নিরাপদ নয়। আগামীতে তারা ক্ষমতায় এলে দেশে হত্যাযজ্ঞসহ ২০০১ সালের মতো আবারও দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করবে। নিষিদ্ধঘোষিত জঙ্গি নেতা বাংলা ভাই, মুফতি হান্নান তৈরিসহ যারা একুশে আগস্ট গ্রেনেড হামলা, সারা দেশে সিরিজ বোমাহামলা চালিয়েছে তারাই বর্তমান সরকারের চলমান উন্নয়ন ধ্বংস করতে চায়। যারা অগ্নিসন্ত্রাস, হামলা, লুটপাট করেছে তারা আবারো একই উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছে। তাই আমাদের সাবধান হতে হবে। আগামী নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। ২৮ অক্টোবর বিএনপি-জামায়াত সমাবেশের নামে কোনো সহিংসতা করলে সরকার ও দলীয়ভাবে কঠোর হস্তে দমন করা হবে।’

দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের প্রবীণ নেতা মো. আয়ুব মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হাশেম রেজা আরও বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তিনবার ক্ষমতায় থেকে বাংলার অসহায় মানুষের কথা চিন্তা করে বয়স্কভাতা, বিধবাভাতা, গর্ভকালীনভাতা, পেনসনভাতা চালু, বীর মুক্তিযোদ্ধাদের বিনাখরচে বাড়ি নির্মাণ, প্রতিবন্ধীভাতা চালু করেছেন। গৃহহীনদের বাড়ি উপহার, স্বপ্নের মেট্রোরেল চালু, স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ, স্বপ্নের বঙ্গবন্ধু টানেল, রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনসহ দেশের বিভিন্ন সেক্টরে উন্নয়নের শিখরে পৌঁছে বিশ্বের দরবারে আজ বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসাতে আমাদের সব ভেদাভেদ ভুলে ব্যক্তির ওপর রাগ না করে কিভাবে নৌকাকে বিজয়ী করতে হবে— একটি সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে যেখানেই ভোটকেন্দ্র হোক সেখানেই নৌকায় সিল মেরে শেখ হাসিনাকে বিজয়ী করে মহান সংসদে পাঠাতে হব।’

এ সময় আরও উপস্থিত ছিলেন— উথুলী ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সরফরাজ আলী, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি মোহাম্মদ আলী, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি আইন উদ্দিন মেম্বার, আন্দলবাড়িয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাসুদ রানা, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও জিএস মো. নাসির উদ্দিন বিশ্বাস, জীবননগর পৌর যুবলীগের সাবেক সহসভাপতি জসিম উদদীন মিন্টু, নতিপোতা ইউনিয়ন পরিষদের সদস্য পিজির আলী, আশরাফুল মেম্বার, আওয়ামী লীগ নেতা সিরাজ শেখ, আবু বক্কর, আ. কুদ্দুস, আলফাজ উদ্দিন মন্টু, আমিরুল ইসলাম, জীবননগর উপজেলা যুবলীগ নেতা সাকিল আহমেদ, শাহাবুদ্দিন খান, আশরাফুল আলম ডাবলু, জাহাঙ্গীর আলম, সবুজ মল্লিক, আলম বিশ্বাস, শাহিন উদ্দিন, জাহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক, হুমায়ূন কবির, ডা. জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, সান্তি, তাজু, রিপন, শাহিন, আবুল হাসেম মেম্বার, লাটিম সর্দার, নুুরনবী, তারিকুল ইসলাম, আসা, খোকন, জসিম উদদীন, জহিরুল হক, জাহাঙ্গীর, আজাদ আলী, কালু, আবু জাহিদ, ছাত্রলীগ নেতা রনজু, আলামিন, রকি, সৌরভ, শুভ, সুজন, সজিব, মাসুম, রিমন, মান্নান, আসিক প্রমুখ।

এআরএস

Link copied!