Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

হলুদ-মরিচে মেশানো হচ্ছে ইট-গাছের গুঁড়া, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

নভেম্বর ১৪, ২০২৩, ০৯:০৮ পিএম


হলুদ-মরিচে মেশানো হচ্ছে ইট-গাছের গুঁড়া, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ফেনীতে হলুদ, মরিচ, মসলায় ইট ও গাছের গুঁড়া মেশানো এবং মেয়াদহীন-অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরীর অভিযোগে দুই দোকানির ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ নভেম্বর) জেলার সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কামরুল হাসান এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সোনাগাজী পৌর শহরের মাছ বাজার সংলগ্ন শহীদ স্টোরের মালিক শহীদুল ইসলাম এবং আমির আইসক্রিম কারখানার মালিক আমির হোসেন। এসময় ভেজাল মিশ্রিত প্রায় ২০ মণ হলুদ, মরিচ ও মসলার গুঁড়া জব্দ করে আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহীদুল ইসলাম দীর্ঘদিন যাবৎ হলুদ, মরিচ ও মসলার গুঁড়ার সঙ্গে ইট এবং মসলার গুঁড়া মিশিয়ে বাজারজাত করে আসছে। আমির হোসেন মেয়াদহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরী এবং বাজারজাতের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

এসময় উপস্থিত ছিলেন সোনাগাজী মডেল থানার পুলিশদল ও সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি ডা. নূরনবী প্রমুখ।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এআরএস

Link copied!