Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

বাহুবলে সবজি বেচাকেনা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ১৪, ২০২৩, ০৯:৩১ পিএম


বাহুবলে সবজি বেচাকেনা নিয়ে  সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বাহুবলে সবজি বেচাকেনা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে, আহতদের হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা তিনটার দিকে উপজেলার লামাতাসী ইউনিয়নের নন্দনপুর বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়নের চন্দনিয়া গ্রামের আরশ উদ্দিনের ছেলে মো. দেলোয়ার হোসেন বেলা আড়াইটার দিকে নন্দনপুর বাজারে প্রায় ২০ কেজি সিম সবজি নিয়ে আসেন। এসময় উপজেলার ৫নং লামাতাসী ইউনিয়নের কাজীহাটা গ্রামের ফিরোজ শাহ’র ছেল সবজি ব্যবসায়ী মো. জিতু মিয়া অল্প দামে সিম সবজিগুলো নেয়ার চেষ্টা করেন। এ নিয়ে দেলোয়ার হোসেন ও জিতু মিয়ার মধ্যে কথা-কাটাকাটি শুরুর একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে চন্দনিয়া ও কাজীহাটা গ্রামের লোকজন দেশীয় অস্ত্র সশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মশিউর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে, বর্তমানে উভয় পক্ষকে  শান্ত থাকার জন্য বলা হয়েছে।

এআরএস

Link copied!