Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

লালমনিরহাট -৩ আসনে মনোনয়ন জমা দিলেন অ্যাডভোকেট মতিয়ার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

নভেম্বর ৩০, ২০২৩, ১২:৩৫ পিএম


লালমনিরহাট -৩ আসনে মনোনয়ন জমা দিলেন অ্যাডভোকেট মতিয়ার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট -৩ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মতিয়ার রহমান।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১২টার দিকে লালমনিরহাট জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ উল্লাহর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মতিয়ার রহমান বলেন, আমি সংসদ সদস্য হলে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাটের এয়ারপোর্ট ও মোগলহাট স্থলে বন্দরকে পুনরায় চালু করবো।

এসময় অন্যান্যদের মধ্যে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম রাজু, লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রশিদ সরকার টোটোন, জেলা জর্জ কোর্টের আইনজীবী এ্যাড. মলিনা ইয়াসমিন সহ জেলা সাধারণ মানুষ ও আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে লালমনিরহাট সদর আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন, জাতীয় পার্টি জাহিদ হাসান, বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) আশরাফুল আলম, স্বতন্ত্র দিদারুল হাসান, জাকের পার্টি সাকিউজ্জামান, স্বতস্ত্র জাবেদ হোসেন বক্কর, জাসদ আবু তৈয়ব আজামুল হক পাটোয়ারী, তৃণমূল বিএনপি শামীম আহাম্মেদ চৌধুরী ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) শ্রী হরিশ চন্দ্র রায়।

সার্বিক বিষয়ে জেলার রিটার্নং অফিসার মোহাম্মদ উল্লাহ বলেন, উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রার্থীরা মনোনয়ন কিনে জমা দিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থার লোকজন সার্বক্ষণিক নজর রাখছেন যাতে কোন অপ্রতিকর ঘটনা না ঘটে।

এআরএস

Link copied!