Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

শ্রীপুরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

জানুয়ারি ১১, ২০২৪, ০৫:৩৮ পিএম


শ্রীপুরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

মাগুরার শ্রীপুরে ২০২৩-২৪ অর্থবছরে উন্নয়ন সহায়তা ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ’ প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ১০ জন কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি রিপার মেশিন বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০ জন কৃষককে ১০টি রিপার মেশিনের চাবি হস্তান্তর করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান প্রমুখ।

কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা জানান, কৃষকগণ মেশিনের মোট মূল্যের অর্ধেক প্রদান করেন। বাকি ৫০ শতাংশ সরকারি ভর্তুকির মাধ্যমে ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের এ রিপার মেশিন দেওয়া হলো। এ মেশিন দিয়ে ধান, গম ও সরিষা কর্তন করা যাবে।

এইচআর

Link copied!