Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে নারী চিকিৎসকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

জানুয়ারি ২২, ২০২৪, ০৫:৪৬ পিএম


ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে নারী চিকিৎসকের মৃত্যু

ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার ওয়াসিত্ব টাওয়ার-২ এর ছাদ থেকে লাফিয়ে পড়ে ফিরোজা বেগম (৫২) নামের এক চক্ষু চিকিৎসকের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ফরিদপুর শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ নিরঞ্জন কুমার দাসের স্ত্রী। তাদের একটি কন্যা সন্তান রয়েছে।

পার্শ্ববর্তী ফ্লাটের লোকজন ও পুলিশ সুত্রে জানাগেছে, তিনি দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি ঢাকায় চিকিৎসা শেষে বাড়িতে এসেছেন। সোমবার সকালের দিকে ফিরোজা বেগম ওয়াসিত্ব টাওয়ারের ১১ তালার ছাদে হাঁটাহাঁটি করেন। এক পর্যায়ে ফিরোজা বেগম ছাদ থেকে লাফিয়ে পড়ে ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি তদন্ত আব্দুল গফফার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুই ভবনের মাঝের রাস্তায় লাশটি পড়ে থাকতে দেখা যায় পায়। এ সময় লাশের মাথা থেকে রক্ত বের হতে দেখে। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে ধরণা করা হচ্ছে। তবে বিস্তারিত তথ্য ও সঠিক কি কারনে আত্মহত্যা করেছে সে বিষয়টি তদন্ত করা হচ্ছে, পরবর্তীতে জানানো সম্ভব হবে।

এইচআর
 

Link copied!