Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমান আদালত

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

জানুয়ারি ২৯, ২০২৪, ০৯:৩৭ পিএম


অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমান আদালত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় কলসকাঠী ইউনিয়নের পূর্ব বাগদিয়া গ্রামে সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ ড্রাম চিমনি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (২৯ জানুয়ারি) উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট সানজিদা রিকতা।

অবৈধ ইটভাটা বিরোধী অভিযানে পূর্ব বাগদিয়া গ্রামের পান্ডব নদীর তীরে গড়ে ওঠা অবৈধ ড্রাম চিমনি ইটভাটাবএ ওয়ান ব্রীকস, বঙ্গ ব্রিকস ও মৃধা ব্রীকস ভেঙ্গে গুড়িয়ে দেয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনায় সঙ্গে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা কাচাঁ ইট পানি দিয়ে নষ্ট করে দেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ তিন ইটভাটাকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম। অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন।

এইচআর
 

Link copied!