Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

টাঙ্গাইলে মুড়ির কারখানাকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

মার্চ ৪, ২০২৪, ০৫:৪১ পিএম


টাঙ্গাইলে মুড়ির কারখানাকে জরিমানা

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের   তদারকিমূলক অভিযানে প্রশাসনিক ব্যবস্থায় কালিহাতী উপজেলার নারান্দিয়ার একটি মুড়ির কারখানা মালিককে বিভিন্ন অভিযোগ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে এ জরিমানা করা হয়।

জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক সিকদার শাহিনুর আলমের নেতৃত্বাধীন একটি অভিযানিক দল কালিহাতী উপজেলার নারান্দিয়ায় তদারকিমূলক অভিযান পরিচালনা করেন।

এ সময় শংকর মুড়ির মুড়ির মোড়কে মেয়াদ, মূল্য উল্লেখ না থাকা, আয়োডিন বিহীন ইন্ডাস্ট্রিয়াল লবণ ও মাত্রাতিরিক্ত ফিটকারী ব্যবহার, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ২৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করেন, টাঙ্গাইলের সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আনোয়ারুর ইসলাম এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!