Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে ২ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি প্রতিনিধি:

এপ্রিল ১৫, ২০২৪, ১২:৫৯ পিএম


রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে ২ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু
ছবি: আমার সংবাদ

রাঙ্গামাটি রিজিয়ন সদর দপ্তর ৩০৫ পদাতিক ব্রিগেডের অধীনস্থ সকল ইউনিট এর অংশগ্রহণে দুই দিনব্যাপী বৈশাখী মেলা-১৪৩১ শুরু হয়েছে।

রোববার সকাল ৯টায় রাঙ্গামাটি রিজিয়নের আয়োজনে, ১১ ই বেংগল এর প্রশিক্ষণ মাঠ প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি রাঙামাটি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, এসপিপি, এএফডব্লিউসি-পিএসসি। এ সময় সেনা রিজিয়নের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

২ দিনের মেলায় বৈশাখের বাহারী খাবার, পান্তা-ইলিশ, বিভিন্ন প্রকারের পিঠা ইত্যাদি এছাড়াও বানর খেলা, সাপ খেলা, পুতুল নাচ, হস্ত শিল্পের প্রদর্শনী ও নাগর দোলার স্টল স্থাপন করা হয়েছে।
নির্বাচিত শিল্পী এবং লেকার্স পাবলিক স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

দুই দিনব্যাপী বৈশাখী মেলার চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। মেলাটি সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। পাহাড়ি ও বাঙালিদের মাঝে সুসম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

বিআরইউ

Link copied!