Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

শাহ আমানত বিমানবন্দর

২৭ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

এপ্রিল ২৭, ২০২৪, ১০:৪২ এএম


২৭ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

২৭ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ কায়সার হামিদ নামে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের এক যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা ও কাস্টমস শুল্ক গোয়েন্দারা।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে তাকে  আটক করা হয়। এয়ার অ্যারাবিয়ার ‌‘জি ৯৫২১’ ফ্লাইটে শারজাহ যাওয়ার কথা ছিল তার।

কায়সার হামিদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীতে। তার কাছ থেকে ৯০ হাজার ইউএই দিরহাম উদ্ধার করা হয়। যা বাংলাদেশি ২৭ লাখ টাকা বা ২৩ হাজার ৬৮৪ মার্কিন ডলার মূল্যমানের।

শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।


সূত্রে জানা গেছে, কায়সার হামিদকে বিমানবন্দরের আন্তর্জাতিক অ্যান্টি হাইজ্যাকিং গেটে তল্লাশি করা হলে তার কাছে ৯০ হাজার দিরহাম পাওয়া যায়। এসময় গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

তার বিরুদ্ধে মানী-লন্ডারিং আইনে পতেঙ্গা মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বৈদেশিক মুদ্রা নীতিমালা অনুযায়ী এক বছরে সর্বোচ্চ ১২ হাজার মার্কিন ডলার বা এর সমমূল্যের অন্য কোনো বৈদেশিক মুদ্রা বিদেশে নিতে পারেন একজন যাত্রী।

বিআরইউ

Link copied!