Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪,

দিনাজপুরে কান্তজিউ প্রাঙ্গণে সহস্রাধিক কণ্ঠে পবিত্র গীতা পাঠ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

এপ্রিল ২৭, ২০২৪, ০৪:৪১ পিএম


দিনাজপুরে কান্তজিউ প্রাঙ্গণে সহস্রাধিক কণ্ঠে পবিত্র গীতা পাঠ

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সনাতনী পরম্পরা জাগরণে বিশ সহস্রাধিক কণ্ঠে পবিত্র  শ্রীমদ্ভগবদগীতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজিউ মন্দির প্রদানে সকাল ৯টায় বিশ সহস্রাধিক কণ্ঠে পবিত্র শ্রীমদ্ভগবদগীতা পাঠ অনুষ্ঠিত হয়।

গীতা পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী শ্রী নারায়ণ চন্দ্র চন্দ।  

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে গীতা পাঠের উদ্বোধন করেন সাবেক এমপি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট মনোরঞ্জন শীল গোপাল।

শ্রী শ্রী গীতা সংঘ দিনাজপুর জেলা শাখার সভাপতি শ্রী সুনিল চক্রবর্তীর সভাপতিত্বে গীতা পাঠ অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন শ্রী তুষার রঞ্জন রায়।

গীতা পাঠ অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য দেন- দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক নুর এ আলম, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল, যুগ্ম সচিব শ্রী সুশান্ত রঞ্জন রায়, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশি বাচ্চু, শ্রী মানুষ ভট্টাচার্য প্রমুখ।

ইএইচ

Link copied!